স্পোর্টস ডেস্ক : সবার জানা সাকিব আল হাসানের মেন্টর তিনি। সাকিব তার প্রিয় ছাত্র, শিষ্য। নিজের অফ ফর্মে সাকিবের সবচেয়ে বড় নির্ভরতার নাম মোহাম্মদ সালাউদ্দীন।
যে কোন সমস্যায় সাকিব বিকেএসপিতে ছুটে যান প্রিয় সালাউদ্দীন স্যারের কাছে। ২০১৯ সালের বিশ্বকাপ প্রস্তুতিতে গুরু সালাউদ্দীনের স্মরনাপন্ন হয়েছিলেন সাকিব। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় টিম প্র্যাকটিসের বাইরে একা অনুশীলন করতে প্রিয় সালাউদ্দীন স্যারকে ভারত নিয়ে গিয়েছিলেন সাকিব।
এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার সাকিব প্রিয় স্যারের সান্নিধ্যে আসেন। বিকেএসপিতে সালাউদ্দীন স্যারকে নিয়ে একা একা ট্রেনিংও করেন। এমন কাছের আর প্রিয় শিক্ষক সালাউদ্দীন এবার বিপিএলে সাকিবের প্রতিপক্ষ।
ফাইনালে প্রিয় ছাত্রকে আটকাতেই যত চিন্তা সালাউদ্দীনের। সাকিব আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি ১৫ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার। সেই সাকিবই গুরু সালাউদ্দীনের দল কুমিল্লার সামনে প্রধান বাঁধা ফাইনালে।
সাকিবকে নিয়ে কী ভাবছেন সালাউদ্দীন? ফাইনালের ২৪ ঘণ্টা আগে এ প্রশ্নের মুখোমুখি হয়ে সালাউদ্দীনও স্বীকার করলেন বরিশালের মূল চালিকাশক্তি সাকিব। তিনি ধরেই নিয়েছেন, তার দল কুমিল্লাকে ফাইনালে ব্যাট ও বলের পাশাপাশি সাকিবের মাথার সাথেও খেলতে হবে।
সালাউদ্দীনের কথা, ‘আমার কাছে মনে হয় যে বরিশালের যে শক্তি, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে।’
সাকিবের দল পরিচালনার প্রশংসা করে সালাউদ্দীন বলেন, ‘আমার মনে হয় যে খুবই ভাল ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা খুব ভালভাবে কাজে লাগাতে পারছে।’
সাকিবের বোলিংয়ের প্রশংসা করতেও ভুল হয়নি সালাউদ্দীনের। বিশেষ করে সাকিবের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভাবার কথা বলেন। তার ব্যাখ্যা, ‘কারণ বরিশাল ৪-৫টা ম্যাচ খুব কম রানকে ডিফেন্ড করে জিতেছে। বোঝা যায় যে, তারা আসলে খুব প্ল্যান করে আগাচ্ছে।’
এ কারণেই বলবো যে সাকিবের মাথার সাথেই আমাদের খেলতে হবে। কারণ ও অনেক সময় যে ট্রিক্সগুলো করে সেটা আসলে অনেক সময় ব্যাটাররা বুঝতে পারে না, সেটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা ভাল করবে।’
তিনি কোচ। থাকবেন ড্রেসিং রুম না হয় ডাগআউটে। আর মাঠে খেলবেন ক্রিকেটাররা। সাকিবকে আটকাতে হলে ক্রিকেটারদেরই যা করার করতে হবে। এমনটা জানিয়ে সালাউদ্দীন বলেন, ‘আমি তো আর মাঠে খেলতে পারব না। সাকিব মাঠে খেলবে, আমি বাইরে থাকব। মাঠের ভেতর আমাদের ছেলেরা যদি সেটা বুঝতে পারে, আমার মনে হয় সেটা অনেক কাজে লাগবে।’
এটুকু বলে নিজ দলের অধিনায়কেরও প্রশংসা সালাউদ্দীনের মুখে। ‘ ইমরুল খুব ভাল ক্যাপ্টেন্সি করতেছে। ইমরুল যদি ঠিকমতো তার মাথা ঠান্ডা রাখে আমার মনে হয় যে আমরাও ভাল করার সুযোগ থাকবে।’