জেলা প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের সময় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় সাক্ষ্যদানকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ পশ্চিমপাড়ায় আবদুল গণি মাঝির বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
এলাকাবাসীর দাবি, নুরুল আবছার দীর্ঘদিন ধরে রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।
কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি ইমন চৌধুরী জানান, আটক নুরুল আবছার রামু থানা হেফাজতে রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।