সাইনোসাইটিসে আধুনিক সার্জারি

পপুলার২৪নিউজ ডেস্ক:
নাক ও চোখের চার পাশের হাড়ের ভেতর বায়ুপূর্ণ কুঠুরিকে সাইনাস বলে। এদের কর্মক্ষম থাকার জন্য স্বাভাবিক প্রবাহ বজায় থাকা জরুরি। এটি বাধাগ্রস্ত হলে সাইনাসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। কোনো কোনো ক্ষেত্রে সাইনাসের অপারেশনের প্রয়োজন হয়। এন্ডোসকপিক সাইনাস সার্জারি আধুনিক চিকিৎসা পদ্ধতি।

প্রচলিত সাইনাস ওয়ান পদ্ধতিতে প্রবাহধারা বজায় রাখার জন্য কৃত্রিম পথ সৃষ্টি করা হয়, যা কার্যকরী নয়।

আধুনিক পদ্ধতি- এতে ব্যথানাশক ওষুধ দিয়েও হালকা ঘুম পাড়িয়ে নাকের ভেতর অবস ও অপারেশন করা যায়। এতে জীবনের কোনো ঝুঁকি নেই ও জটিলতা সামান্য। উন্নত বিশ্বে দীর্ঘদিনের সাইনোসাইটিস ও নাকের পলিপ অপারেশনের জন্য এন্ডোসকপিক সাইনাস সার্জারি একমাত্র চিকিৎসা পদ্ধতি। এতে মুখমণ্ডলে কোনো দাগ পড়ে না।

তবে এ সার্জারির জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন। রোগীকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করাও অপারেশনের জটিলতা এড়ানোর পূর্ব শর্ত। অজ্ঞান করতে হাইপোটেনসিভ এনেসথেসিয়া প্রয়োজন। এন্ডোসকোপের মাধ্যমে নেত্রনালি, চোখ, চোখের স্নায়ু, মস্তিষ্কের হাড় ও পিটুইটারি গ্রন্থিতে পৌঁছানো সম্ভব। বর্তমানে বাংলাদেশে এ অপারেশন সফলভাবে হচ্ছে।

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন
নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন
বিভাগীয় প্রধান, বারডেম
মোবাইল-০১৭১৫০১৬৭২৭

পূর্ববর্তী নিবন্ধসামনে নির্বাচন : মামলা আতংকে বিএনপি
পরবর্তী নিবন্ধএক মিনিটেই বিক্রি হয়ে গেছে নকিয়ার নতুন স্মার্টফোন