সাংসদ সুজার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ এস এম মোস্তফা রশিদীর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী। মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো: সারোয়ার হোসেন তাকে শেষ শ্রদ্ধা জানান। আর প্রধানমন্ত্রী ও স্পিকার নিজেই তার মরদেহে পুষ্পস্তবক অর্পন করেন।
রোববার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এম মোস্তফা রশিদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতা কর্মীবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় উপস্থিত ছিলেন।

এর আগে এস এম মোস্তফা রশিদীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে বাসের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধচাকরির আগে মাদকসেবী কিনা পরীক্ষা করে নেয়া হবে