পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ তুলে আজ পুলিশের দ্বারস্থ হলেন বালুরঘাটের নম্রতা দত্ত। বালুরঘাটের কবিতীর্থ পাড়ায় বাড়ি নম্রতা দত্ত আজ তার মায়ের সঙ্গে বালুরঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন৷ এর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ ওঠে সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে৷
অভিযোগে বলা হয়, ঘটনাটি ধামাচাপা দিতে সম্প্রতি ওই তরুণীর অ্যাকাউন্টে আড়াই লক্ষ টাকা পাঠিয়েছেন সাংসদ।
ঘটনার বিহিত চেয়ে দিল্লি থেকে শুরু করে নবান্ন, সর্বত্রই ইমেইল করেছেন নির্যাতিতা৷ এই ঘটনার পর নিজের মুখ বাঁচাতে কলকাতা পুলিশের দ্বারস্থ হন বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত ব্যানার্জির৷
ঋতব্রত ব্যানার্জির দাবি, ফৌজদারি অভিযোগ দায়েরের হুমকি দিয়ে এক তরুণী তার থেকে লক্ষাধিক টাকা আদায় করেছেন৷ সোশ্যাল নেটওয়ার্কে এক তরুণী ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন৷ এনেছেন লক্ষাধিক টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখতে বলার অভিযোগও৷ সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।