‘সাংসদের ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি’

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন রোববার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। খুব শিগগিরই এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।

সাংসদ আয়েন উদ্দিন  বলেন, বেশ কিছুদিন আগে তার মোবাইল ফোন চুরি হয়ে হয়েছিল। এরপর তার ফেইসবুক আইডি হ্যাক হয়। পরে মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে ওই প্রতারক চক্র।

“এরপর আমার ফেইসবুক আইডি ও মোবাইল ফোন থেকে যাকে তাকে ম্যাসেজ পাঠিয়ে বা ফোন করে চাঁদা দাবি করা হয়।”

সাংসদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক উপাচার্যের কাছেও আমার নম্বর থেকে মেসেজ পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তিনি চাঁদা না দেওয়ায় তাকে মেসেজ পাঠিয়ে গালাগাল করা হয়েছে।

“এভাবে চাঁদা না দেওয়ায় অনেকেকে গালাগাল ও অশ্লীল মন্তব্য করে মেসেজ দেওয়া হচ্ছে। এতে করে আমি বিব্রতকর অবস্থায় রয়েছি।”   -বিডিনিউজ

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে জেলে রেখে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধএসআই ও স্ত্রী নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা