ছাত্রজীবনে অনেক বন্ধু ছিলো আমার ভক্ত চেয়েছিলো তারা ভাইরা বানাবে বন্ধন হবে শক্ত কার যে ভাইরা হবো আমি তা নিয়ে চলত যুদ্ধ তাদের নানা কথারঝুরিতে হতাম আমি বাকরুদ্ধ। শালিরা নাকি আমার সঙ্গে সুখ সাগরে ভাসবে শালিও আমার সংসারে সব দেবদূতেরা আসবে, বহুবন্ধুরা হয়েছে ভাইরা নজির তো এমন আছে এসব কথা বহুবারই আমি শুনেছি তাদের কাছে। কী আর করা সবাইকেই কথা দিয়েছিলাম তাই সেই বয়সে শালির লোভটা সামলে রাখাও দায়! বিয়ের পরে এসব বন্ধু অনেকেই পেলো শালি ভাইরা বানানো ইস্যুটা তখন নিমিষেই গুড়েবালি। বন্ধুরা সব নামিদামি ঘরে দিয়েছে শালির বিয়ে আজ শালিরা বেশ রয়েছে স্বামী ছেলেমেয়ে নিয়ে, তাদের ঘরের শিশুরা আমায় ডাকবে আব্বাজান দাবার গুটি উল্টেছে তাই তারা ডাকে মামাজান। কথা দিয়ে যারা কথা রাখেনি মামা হলো হবু বাপ যাদের জন্য এমন হয়েছে দেই তাদের অভিশাপ।