পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেইলি স্টারের সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি শাখা ছাত্রলীগের নব-গঠিত কমিটির ওই দুই নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় (আইন, ৩য় বর্ষ), তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুর রহমান কানন।
এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাত ১১টার দিকে নগরীর মতিহার থানায় চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব (ফলিত গণিত, ১ম বর্ষ), সাংগঠনিক সম্পাদক আবিদ আল আহসান লাবনসহ (আইন, ৩য় বর্ষ) বহিষ্কৃত ওই দুই নেতার নামও রয়েছে। ভুক্তভোগী আরাফাত রহমান নিজে মামলার বাদী হয়েছেন।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবীর জানান, মামলার এজহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অন্তত ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মারধরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় রাবিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
ভুক্তভোগী আরাফাত রহমানের বিভাগ থেকেও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সকালে বাসে ধূমপান করতে নিষেধ করায় বাক-বিতণ্ডায় জড়ায় রাবি ছাত্রলীগের এক নেতা। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে দেশ ট্রাভেলস’র বাস থামিয়ে চালক ও সুপারভাইজারকে মারধর ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের ১০/১২ জন নেতাকর্মী।
ভাঙচুরের ছবি তুলতে গেলে ডেইলি স্টারের রাবি প্রতিনিধি আরাফাত রহমানকে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মারধরে আরাফাত ডান চোখ, হাত ও মাথায় গুরুতর আঘাত পায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আরাফাত রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।