সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক সাব্বির আহমেদের ওপরে হামলার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা এস এম ইমরুল রুদ্রকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আহত সাংবাদিক দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপরে অতর্কিত হামলা চালায়।

বাংলাদেশ ছাত্রলীগ উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে এস.এম ইমরুল রুদ্র (সহ- সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তিতুমীর কলেজ শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদের বন্ধুদের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মদদে কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হামলার শিকার হয়েছেন তিনি। আহত সাব্বিরকে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামলা হতে পারে, রাশিয়াকে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধমেঘনায় ট্রলারডুবি, একই পরিবারের তিনজন নিখোঁজ