সাঁতারে রেকর্ড গড়ার পথে ৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
বিরামহীন সাঁতারে নেত্রকোনায় তাক লাগিয়ে দিয়েছেন ৬৬ বছর বয়সের সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। কংশ নদী পথে ১৪৬ কিলোমিটার একক সাঁতারে তিনি অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফলফুর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। শনিবার সন্ধ্যা ৬টায় নেত্রকোনা সদর উপজেলার বড়ওয়ারী কংশ নদের ঘাটে পৌঁছেন। আর এই সাঁতারুর সাঁতার দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় নদীর দুই তীরে। তীরবর্তী এলাকায় উপচে পরা ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ট্রলারে করে আসছেন কাছে থেকে তাকে এক নজর দেখতে। এভাবেই বিরামহীনভাবে সাঁতরিয়ে তিনি মগড়া নদীর মদন উপজেলা ব্রিজে সাঁতার সমাপ্ত করবেন। একটানা ৩৫ ঘণ্টা সাঁতার কেটে তিনি গন্তব্যে পৌঁছবেন। ২৪ ঘণ্টায় তিনি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নে পৌঁছেন। রবিবার সকাল নাগাদ তিনি মদন  বলে জানা গেছে।

সাতারুর সাথে দুটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি ডিঙ্গি নৌকা রয়েছে। নৌকায় গান বাজিয়ে বাজিয়ে বাদ্যের তালে তালে তিনি সাঁতার কাটছেন। এই একক সাঁতারের আয়োজন করেছে ফুলবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মদন উপজেলা নাগরিক কমিটি।

আয়োজক সদস্য ভাগিনা বিমান রঞ্জন বৈশ্য বলেন, বাদ্যের তালে তালে তিনি সাতাঁর কাটেন। বাদ্য বন্ধ হয়ে গেলেই ক্লান্ত হয়ে পড়েন। যাতে তিনি দুর্বল না হন সেজন্য তরল খাবার দেয়া হচ্ছে। আমরা আশাবাদী তিনি এবার বিশ্ব রেকর্ড করবেন।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য মদন উপজেলা জাহাঙ্গীর পুর গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ বৈশ্যের ছেলে। তিনি একজন মুক্তিযোদ্ধা। বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এএনএস কনসালট্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিদ্যায় এমএসসি পাশ করেন। তিনি সাঁতার কেটে এ পর্যন্ত জাতীয় পর্যায়ে ৪টি পুরস্কার পেয়েছেন। ১৯৭০ সালে সিলেটের ধুপাদীঘি পুুকুরে অরুণ কুমার নন্দীর বিরামহীন ৩০ ঘণ্টার সাঁতার প্রদর্শনী দেখে তিনি উদ্বুদ্ধ হন। পরে একই বছর মদনের জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে তিনি ১৫ ঘণ্টার সাঁতার প্রদর্শনীতে অংশগ্রহণ করে আলোচিত হন। পরবর্তীতে ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি হাইস্কুলের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক হাইস্কুলের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের এমসি কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথহলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট বিরামহীন সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন।

জাতীয় রেকর্ড সৃষ্টি করায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ঘোষণা করা হয় এবং ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে তিনি জগন্নাথ হলের পুকুরে ১শ’ ৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার প্রদর্শন করে নতুন রেকর্ড সৃষ্টি করেন। এর স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের পুকুর পাড়ে একটি স্মারক ফলক নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল, মদন উপজেলা পরিষদের পুকুর এবং নেত্রকোনা পৌরসভার পুকুরে তার একাধিক সাঁতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারতেরও দূরপাল্লার সাঁতার প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ১৯৮০ সালে মাত্র ১২ ঘণ্টা ২৮ মিনিটে মুর্শিদাবাদের ভাগিরথী নদীর জঙ্গীপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার নদীপথ পাড়ি দেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন তিনি।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, সিলেট অরুন নন্দীর একক সাঁতার দেখে আমি সাঁতার প্রদর্শনীতে উদ্দীপনা পেয়েছি। শেরপুর নালিতাবাড়ী থেকে সাঁতার দেয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় ফুলপুর সরচাপুর কংস থেকে সাঁতার শুরু করছি। জীবনে অনেক সাঁতার কেটেছি, এটাই হবে হয়ত আমার শেষ সাঁতার। বিশ্ব রেকর্ড করার জন্যই আমার এ সাঁতার।

পূর্ববর্তী নিবন্ধবিকল্প অর্থনৈতিক জোট করছে তুরস্ক, কাতার ও ইরান
পরবর্তী নিবন্ধলাইলীর ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি এলাকাবাসী