নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১ টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তাদের সিঙ্গাপুরে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
শামসুদ্দিন দিদার জানান, চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরবেন।