সরেননি আন্দোলনকারীরা, সায়েন্সল্যাব সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে রেখেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা। তবে পুলিশ লাঠিপেটা আর জলকামান নিক্ষেপের পর প্রথম থেকে ১২তম এনটিআরসি নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা শাহবাগ মোড় ত্যাগ করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এমন চিত্র দেখা গেছে।

অবস্থান নেওয়া আন্দোলনকারীদের পুলিশ বুঝিয়ে সড়ক ছাড়ার কথা বললেও তারা শুনছেন না। দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ থেকে সায়েন্সল্যাবমুখী সড়ক অবরোধ করে অবস্থান করেছেন।

এছাড়া শাহবাগ থেকে ফার্মগেটগামী সড়কে গাড়ি চলাচল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও মৎস্যভবন থেকে আসা গাড়িকে বাংলামোটরমুখী সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে।

এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

দুপুর ১টা ২০ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা এবং এনটিআরসিএর নিবন্ধিত (প্রথম-১২তম) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা।

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগচক্রে (প্রথম-পঞ্চম গণবিজ্ঞপ্তিতে) আবেদনকৃতদের বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডাটাবেজ পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা। এছাড়া আমলাতান্ত্রিক সকল জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধেক হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়নি, বাকি মাত্র ৪ দিন
পরবর্তী নিবন্ধভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’