মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: করোনাভাইরাস জনিত কারনে সরকারী আদেশ অমান্য করে বিনা কারনে বাড়ি থেকে বের হয়ে বাজারে অবাধে ঘুরাঘুরি ও সঙ্গনিরোধ না মানায় ৬জনকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ এপ্রিল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপুর উপজেলার টেংরাখোলা, পুরাতন মুকসুদপুর, নতুন বাজার, মহারাজপুর, বনগ্রাম, বাটিকামারী বাজারসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট আসমত হোসেন ভুইয়া। এসময় তিনি জানান সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে মুকসুদপুর উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সঙ্গনিরোধ মেনে চলতে সচেতনতা সৃষ্টি ও মনিটরিং করা হয়। এসময় বিভিন্ন বাজারে সরকারি আদেশ অমান্যকরণ, সঙ্গনিরোধ না মানা ইত্যাদি কারণে ৬ জনকে মোবাইল কোর্টে ৫০০০ টাকা জরিমানা করা হয়।