সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে : নৌমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বর্তমান সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারের বিষয়ে সরকার সচেতন রয়েছে।

তিনি আজ সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বিধি বিধান মেনে ট্রেড ইউনিয়ন করতে শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আইন না মেনে ট্রেড ইউনিয়ন কোন হঠকারী সিদ্ধান্ত নিলে সে আন্দোলন ব্যর্থ হয়।

বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রাজিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মোঃ আমিরুল হক আমিন, বদরুদ্দোজা নিজাম, নুরুল ইসলাম, শাহিদা আক্তার, কামরুন্নাহার এবং সড়ক পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী।

পূর্ববর্তী নিবন্ধপিয়াজের দাম কিছুটা কমলেও সবজির দাম চড়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ার সতর্কতা