সরকার বিদ্যুৎ নিয়ে মিথ্যা কথা বলছে : রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ নিয়ে সব সময় ডাহা মিথ্যা কথা বলে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের তথ্য নিয়ে তারা জনগণকে ধোঁকা দিচ্ছে।’ তিনি আরো বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘গরমজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। গ্রামাঞ্চল ও মফস্বল শহরে লোডশেডিং হচ্ছে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীর মতো বড় বড় শহর-নগরেও লোডশেডিং হচ্ছে দফায় দফায়। এদিকে বিদ্যুৎ সংকটে সারা দেশের মানুষের মধ্যে যখন ত্রাহি দশা, তখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওয়েবসাইট দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।’

পিডিবির ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন তথ্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘পিডিবির ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল ও এর আগের কয়েকদিন দেশে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন ছিল, উৎপাদিত হয়েছে তার চেয়ে বেশি। তাদের বোর্ডের ওয়েবসাইটে দেশের বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত তথ্যে দেখা যায়, গত ২১ মে বিদ্যুৎ চাহিদা ছিল ৮ হাজার ৮০০ মেগাওয়াট; উৎপাদন ছিল ৮ হাজার ৮৩০ মেগাওয়াট। গত ২০ মে চাহিদা ছিল ৮ হাজার ৭০০ মেগাওয়াট; উৎপাদন ৮ হাজার ৮১৯ মেগাওয়াট। গত ১৯ মে বিদ্যুতের চাহিদা ছিল ৮ হাজার ৫৫০ মেগাওয়াট; উৎপাদন ছিল ৮ হাজার ৭৫৩ মেগাওয়াট। অর্থাৎ দেশের কোথাও কোনো লোডশেডিং নেই বরং চাহিদার তুলনায় উৎপাদন বেশি। আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এ মুহূর্তে আমরা দিতে পারব না। এটা হতে আমাদের আরো তিন-চার বছর লেগে যাবে।

রিজভী অভিযোগ করেছেন, ‘ঢাকাকে আলোকিত রাখতে রাতে বেশির ভাগ গ্রামকে রাখা হচ্ছে অন্ধকারে।’ তিনি আরো বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কর্তকর্তারা গতকাল বলেছেন রাজধানীর চাহিদা মেটাতে গিয়ে তাঁদের সরবরাহ অনেকাংশে কাটছাঁট করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ কারণে ঢাকার বাইরের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে গড়ে ছয়-সাত ঘণ্টা লোডশেডিং করতে হয়েছে। কোথাও কোথাও আরো বেশি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় দেশ-বিদেশে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সর্বত্র সরকারের প্রতি চারদিক থেকে ধিক্কার উঠেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আকস্মিকভাবে পুলিশি হানা সরকারের একটি অশুভ নীলনকশারই অংশ।’

রিজভী আরো বলেন, ‘পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার কয়েকদিন পরেই উত্তরপত্র ছাত্রদের রুমে রুমে পাওয়াসহ অশিক্ষা-কুশিক্ষায় শিক্ষাব্যবস্থাকে ধ্বংস, দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় টাকা পাচারসহ অর্থনীতির ত্রাহি অবস্থা, ভয়াবহ সামাজিক অবক্ষয়ের মুখে ক্ষমতাপিয়াসী সরকারের ন্যূনতম কোনো ভাবমূর্তি নেই।

পূর্ববর্তী নিবন্ধরেইনট্রি কর্তৃপক্ষ ও দুই পুলিশ কর্মকর্তাকে তলব মানবাধিকার কমিশনের
পরবর্তী নিবন্ধহঠাৎ করেই ট্রাম্প বিরোধী বিএনপি