সরকার জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে: গণশিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি জ্ঞাননির্ভর জাতি গঠন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রয়োজনীয় সিলেবাস প্রণয়নসহ এ স্তরের শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে দেশের ব্যবহারের অনুপযোগী সকল ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাড. মোস্তাফিজুর রহমান আজ সকালে নওগাঁ জেলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, মো. ইসরাফিল আলম এমপি, নাজমুল হক প্রধান এমপি ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এ কে এম ফজলে রাব্বী।

মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের ১৭ কোটি মানুষকে মানবসম্পদে পরিণত করতে চায়। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্ঞানী মানুষ তৈরি করতে হবে এবং সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে।

এ সরকারের প্রভুত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ এসডিজি অর্জন। সেই লক্ষ্যেই প্রয়োজন টেকসই উন্নয়ন।

পূর্ববর্তী নিবন্ধভোলায় গ্যাস ভিত্তিক শিল্পায়ন হবে : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধইরফান দাউদ ইব্রাহিম, দীপিকা মাফিয়া কুইন!