সরকারের নীলনকশা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের নীলনকশা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। দেশের অর্থনৈতিক দুর্বলতার কারণে মানুষ ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি জমাচ্ছে। জনগণ শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খসরু বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হোক তা বিদেশিরাও চায়। তার মানে এখন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনী পরিবেশ থাকলে রাজনৈতিক নেতারা গালিগালাজ করে কথা বলতেন না।

অনুষ্ঠানে খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী সভাপতিত্ব করেন। এ সময় এই সংগঠনের কেন্দ্রীয় অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজারবাইজানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে নিহত ২৬
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে পছন্দের ছেলেকে বিয়ে, ভাতিজিকে কুপিয়ে হত্যা