সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগের শোক দিবস পালন

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগ ৪৪তম জাতীয় শোক দিবস পালন করেছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, বর্ক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, প্রভাষক আরিফুল ইসলাম রাজু, মাহবুব হাসান বাবর, মাহবুব সাগর, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, মধুমতি ব্যাংক লিমিটেড মুকসুদপুর শাখা ব্যবস্থাপক সিহাব জাহাঙ্গীর, উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বুরহান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম কাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ । আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মধুমতি ব্যাংক লিমিটেড মুকসুদপুর শাখা ১৯ জন বিজয়ী শিক্ষার্থীকে এক হাজার টাকা করে চেক প্রদান করেছে।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচীনের মধ্যস্থতায় বৈঠকে বসছে বাংলাদেশ-মিয়ানমার