সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, শতভাগ মেধায় নিয়োগ দেয়া হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বুধবার দুপরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে জাকির হোসাইন সাংবাদিকদের এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সকালে তার বাসভবন গণভবনে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এতে উভয় নেতা বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।

বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করি। তিনি বলেন ‘সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

পূর্ববর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন ঢাবি ভিসির
পরবর্তী নিবন্ধইউএস-বাংলা নিহতদের পরিবার পাবে ৫০ হাজার ডলার