সরকারি কর্মচারীদের গৃহ ঋণ বাস্তবায়নের লক্ষে রূপালী ব্যাংকের সঙ্গে অর্থ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক

পপুলার২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ ’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার প্রথম পর্যায়ে অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড সঙ্গে অর্থ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জাফর উদ্দীন ও রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অর্থ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-দিল্লি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে
পরবর্তী নিবন্ধমন্ত্রিসভার আগামী বৈঠকে কোটা বাতিলের প্রস্তাব