সরকারবিরোধী পরিবারের ৩০ হাজার শিশু চুরি

পপুলার২৪নিউজ ডেস্ক:
সেনা শাসনের বিরোধিতা করাই ছিল তাদের অপরাধ। এজন্য তাদের পরিবারের শিশু সন্তানদের চুরি করে বিদেশে পাচার করে দেয়া হয়েছে।

এমন শিশুর সংখ্যা একজন দু’জন নয়, অন্তত ৩০ হাজার। এই বর্বরোচিত ঘটনা ঘটেছে স্পেনের স্বৈরশাসক ফ্রানসিস্কো ফ্রাংকোর আমলে।

তিনি ১৯৩৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৩৭ বছর দেশটি শাসন করেন। ওই সময় ৩০ হাজার শিশুকে চুরি করে মেক্সিকোতে পাচার করা হয়েছিল।

লিজিয়া কেবালোস ফ্রাংকো নামে মেক্সিকোর এক নারী নিজেকে পাচার হওয়া শিশুদের একজন দাবি করে আদালতে মামলা করে ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার লিজিয়া বলেন, স্পেনে ফ্রাংকোর স্বৈরশাসনকালে ৩০ হাজার শিশুকে মেক্সিকোতে পাচার করা হয়।নিজেকে তাদের একজন দাবি করেন তিনি।

তাকে স্পেন থেকে চুরি করে মেক্সিকোর একটি ধনী পরিবারের হাতে তুলে দেয়া হয়েছিল। পরে তিনি তাদের সন্তান হিসেবে বড় হন বলে জানান লিজিয়া।

তার দাবি, মেক্সিকোর ইউকাতান রাজ্যের রাজধানী মেরিডার রোমান ক্যাথলিক আর্ডডিসিস তাকে ওই ধনী পরিবারের কাছে দত্তক হিসেবে তুলে দিয়েছিলেন।

তিনি জানান, স্পেনের মাদ্রিদ শহরের স্থানীয় সরকারের নথিপত্র অনুযায়ী ১৯৬৮ সালে তার মেক্সিকান বাবা-মায়ের কাছে একটি শিশুকে তুলে দেয়া হয়েছিল।

ওই নথিতে লিজিয়া একটি জন্মনিবন্ধন সনদ পেয়েছেন, যাতে শিশুটির নাম হিসেবে ‘ডায়ানা ওরতিজ রামিরেজ’ উল্লেখ করা হয়েছে। ওই শিশুটির আসল বাবা-মাকে বলা হয়েছিল সে জন্মের সময় মারা গেছে।

ওই সময় যেসব শিশুদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতো তারা ছিল ফ্রাংকোর স্বৈরশাসনবিরোধী পরিবারের সন্তান।

লিজিয়া কেবালোস মেক্সিকো কর্তৃপক্ষের কাছে শিশু পাচারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন। গুমবিরোধী আইনে কারও পরিচয় গোপন এবং অস্বীকারের বিষয়ে যে ধারা রয়েছে তার ভিত্তিতে এই তদন্ত চান তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মেক্সিকো চাপ্টারের প্রধান তানিয়া রেনেউমের মতে, লিজিয়ার দাবি অনুযায়ী তদন্ত হলে তা কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে শিশু চুরির ঘটনায় সত্যানুসন্ধানের বিচারিক ধারণায় নজির তৈরি করবে।

তবে আইনজীবীর মতে, শিশু নিখোঁজ বা তাদের চুরি করার বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত গুমবিরোধী আইনের আওতায় তদন্ত শুরু করার সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর
পরবর্তী নিবন্ধধামরাইয়ে ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য আটক