পপুলার২৪নিউজ ডেস্ক : সময়মতো ব্যাংক থেকে ঋণ না পাওয়াতে ব্যবসা করতে পারছেন না উদ্যোক্তারা । ফলে দেশের অর্থনীতিতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখতে পারছেনা বেসরকারিখাত।
সুত্রে জানা যায়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হচ্ছে বেসরকারি খাত । কিন্তু বর্তমানে বেসরকারিখাতের ব্যবসা অবস্থা খুবই খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ঋণ না পাওয়াতে বিনিয়োগ বাড়াতে পারছেন উদ্যোক্তারা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন বলেন, ব্যাংক কর্মকর্তাদের কাছে ঋণ পেতে ব্যাপক পরিমানে হয়রানির শিকার হতে হচ্ছে উদ্যোক্তারাদের। তাই হয়রানির ভয়ে অনেকই ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহ প্রকাশ করছেনা উদ্যোক্তারা। এছাড়া ব্যাংক থেকে সঠিক সময় ঋণ না পাওয়াতে ব্যবসা করতে আগ্রহ নেই উদ্যোক্তারাদের। একজন উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ পেতে ২ বছরের মতো অপেক্ষা করতে হয়। তাই দীর্ঘ সময় অপেক্ষা করতে আগ্রহ প্রকাশ করে না উদ্যোক্তারা। এছাড়া আরো নানা হয়রানিতো রয়েছে।
অর্থনীতিবিদরা বলেন, নানা কারণে দিন দিন দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে আসছে। গত ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে ব্যাংকের তারল্যের টানাটানি, ঋণের উচ্চ সুদহারসহ নানা কারণে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে নেমেছে। সুদহার বেশি হওয়ায় উদ্যোক্তা ব্যবসায়ীরা ঋণ নিতেও আগ্রহী না। মূলত এ সকল কারণেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে।
সুত্রে জানা যায়, চলতি অর্থবছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ১১ দশমিক ২৯ শতাংশে নেমে আছে। ২০১৩ সালের জুনের পর এ হার সর্বনিম্ন। সে সময়ে ঋণ প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক শূন্য ৪ শতাংশ।
২০১৭ সালের মাঝামাঝি সময়ে বেসরকারি খাতের ঋণ হু হু করে বাড়ছিল। ফলে গত বছরের শুরুতেই কেন্দ্রীয় ব্যাংক ঋণপ্রবাহ নিয়ন্ত্রণে ঋণ-আমানত অনুপাত (এডিআর) কিছুটা কমিয়ে আনে। আর এই ঘটনার পর থেকেই ঋণ প্রবৃদ্ধি কমতে থাকে। পরে কয়েক দফা এডিআর সমন্বয়ের সীমা বাড়ানো হলেও নানা কারণে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে না। নিম্নমুখী ধারা অব্যাহত আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুনের তুলনায় চলতি বছরের জুনে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। মে মাসে এর পরিমাণ ছিল ১২ দশমিক ১৬ শতাংশ, এপ্রিলে ১২ দশমিক শূন্য ৭ শতাংশ, মার্চে ১২ দশমিক ৪২ শতাংশ, ফেব্রুয়ারিতে ১২ দশমিক ৫৪ শতাংশ এবং জানুয়ারিতে ১৩ দশমিক ২০ শতাংশ।
সুত্রে জানা যায়, জুন শেষে বেসরকারি খাতে বিতরণ করা ঋণস্থিতি দাঁড়িয়েছে ১০ লাখ ৯৯ হাজার ৮৮৩ কোটি টাকা। ২০১৮ সালের একই সময় শেষে ঋণ ছিল ৯ লাখ ৭৫ হাজার ৩১৬ কোটি টাকা। সে হিসেবে এক বছরে ঋণ বেড়েছে এক লাখ ২৪ হাজার ৫৬৭ কোটি টাকা।
জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। আর তার বিপরীতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১১ দশমিক ২৯ শতাংশ। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এর প্রথমার্ধে গত ডিসেম্বর পর্যন্ত ১৬ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি ধরা হলেও মাত্র ১৩ দশমিক ৩০ শতাংশ অর্জিত হয়।