সম্ভ্রম বাঁচাতে গিয়ে গার্মেন্টকর্মীর মৃত্যু : বাসচালকসহ আটক ৩

দুষ্কৃতকারীদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টকর্মী শিউলী বেগমের (২৮) মৃত্যুর ঘটনায় ওই বাসের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মির্জাপুর থানা পুলিশ টাঙ্গাইলের আশোকপুর এলাকা থেকে ‘মায়ের অনুমতি’ নামে একটি বাস ও এর চালক সাদ্দামসহ তার দুই সহযোগীকে আটক করে।

পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদ করছে। তবে মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকাল সাড়ে ৭টায় একটি বাসযোগে শিউলী বেগম তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টে যাচ্ছিলেন। বাসে ওঠার পর যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত তার শ্লীলতাহানির চেষ্টা করলে সম্ভ্রম বাঁচাতে শিউলী বেগম চলন্ত বাস থেকে পড়ে যান। পরে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের ফেরাতে রাজপথে ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধসায়েন্সল্যাবে ছাত্রদের মধ্যে উত্তেজনা