‘সমালোচনা করার আগে অনন্ত জলিল হয়ে দেখাও’

বিনোদন ডেস্ক : বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনা তার পিছু ছাড়ছে না। বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এবার সমালোচনার কড়া জবাব দিলেন অনন্ত জলিল।

এই অভিনেতা বলেন, ‘অনেকেই আমার সমালোচনা করেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমার সমালোচনা করার আগে অনন্ত জলিল হয়ে দেখাও। আমি অশিক্ষিত নই, আমি আনস্মার্ট নই। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি। আমি সিআইপি। আমি ব্যবসা ডেভলপ করেছি। বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে। আমি বাবার টাকায় বড় হইনি।’

সম্প্রতি অনন্তর আমন্ত্রণে অনেক তারকা সাড়া দেননি। এ নিয়ে তিনি সমালোচিত হন। অনেকে দাবি করেন- অনন্ত দাওয়াত না দিয়েই মিথ্যাচার করেছেন। এ প্রসঙ্গে এই চিত্রনায়ক, প্রযোজক বলেন, ‘আমাদের চলচ্চিত্রের মানুষের তিনটি চেহারা। একটি ক্যামেরার সামনে, একটি আড়ালে এবং একটি যখন আপনার সাথে কথা বলবে তখন। কিন্তু অনন্ত জলিলের চেহারা একটাই। আমি মিথ্যাচার করিনি। আমি মুখে এক কথা, মিডিয়ার সামনে এক কথা, আড়ালে আরেক কথা বলার মানুষ না।’

অনন্ত জলিল আরও বলেন, ‘একটা মিলাদ হবে অনন্ত জলিলকে দরকার, পিকনিক হবে অনন্ত জলিলকে দরকার। অনন্ত জলিল কি ইন্ডাস্ট্রির জন্য কিছুই করে নাই? শিল্পী সমিতিতে কোনো অবদান রাখে নাই? শুধু কি কন্ট্রিবিউশনের জন্য অনন্ত জলিলকে দরকার? যারা মিথ্যা প্রচার করে বলে- আমরা এক ফ্যামিলি, তারা আসলে এক নয়। তারা মিডিয়ায় একটা বলে, ভেতরে আরেকটা বলে। এসব মিথ্যাচার ঠিক না। অনন্ত জলিলের মতো সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে। আমি আজকে বলে দিলাম- কেউ আর এমন মিথ্যাচার করবেন না আমার সামনে।’

‘আমি তো অভিনেতা নই। কিছু ভুল হয়ে যায়। তবে আপনারা যারা পজিটিভ সমালোচনা করছেন তাদের কথা মাথায় নিয়ে গ্রুমিং শুরু করছি। যেনো পরবর্তী সিনেমায় সেই ভুল আর না হয়। আমি আসলে সবার কাছ থেকেই শিখতে যাই।’ বলেন এই অভিনেতা।

গত ১০ জুলাই দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় ‘দিন: দ্য ডে’। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন অনন্ত জলিল। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবেতার মহাপরিচালকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধনির্বাচনে জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন হবে: ওবায়দুল কাদের