সব ফরম্যাটেই ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তি করলেন পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:

২০২৫ মৌসুমের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব লিস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। আসন্ন পিএসএল আসর শেষেই মে মাসের মাঝামাঝিতে তার ক্লাবটিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। ৩১ মে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ টি২০ ব্লাস্ট। ওই টুর্নামেন্টটির শুরু থেকেই মাসুদকে পেতে আশাবাদী লিস্টারশায়ার।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এটি পাক ব্যাটারের তৃতীয় ক্লাব। এর আগে ২০২২ সালে ডার্বিশায়ারের হয়ে ভালো অভিজ্ঞতা হয়নি শান মাসুদের। পরবর্তী দুই বছর অবশ্য তিনি ছিলেন ইয়র্কশায়ারের অধিনায়ক এবং তার অধীনে গত বছর বিভাগীয় প্রতিযোগিতায় উন্নীত তার দলটি। লিস্টারশায়ারে এখন পর্যন্ত তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন শান মাসুদ, বাকি দুজনের একজন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্প ও নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচটাই ছিল শান মাসুদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এ ছাড়া ২০২৩ সালের মে থেকে তিনি আর ওয়ানডেতেও ডাক পাননি। বর্তমানে জাতীয় দলে তার জায়গা কেবল টেস্ট দলে। সম্প্রতি ঘরের মাটিতে তার নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে স্মরণীয় টেস্ট সিরিজ জিতে পাকিস্তান। সবমিলিয়ে মাসুদ জাতীয় দলে ৭০টি ম্যাচ খেলেছেন। তার প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, নামের পাশে রয়েছে ১২ হাজার রান।

লিস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ৩৫ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার জানান, ‘লিস্টারশায়ারের হয়ে তিন ফরম্যাটেই খেলার সুযেগা পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি সমসময়ই এই ক্লাবের গুণমুগ্ধ ছিলাম এবং গত তিন মৌসুমে এখানকার বেশকিছু ক্লাবের সঙ্গে অনেক যোগাযোগ ছিল। আপ্টনস্টিল কাউন্টি গ্রাউন্ডে খেলতে আমি পছন্দ করি। দলের পেছনে সমর্থন দেওয়া মানুষের সংখ্যাও অনেক এবং আমার এখন পর্যন্ত খেলা ম্যাচে সবসময়ই তাদের সমর্থন পেয়ে আসছি। ক্লাবটি খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং এখানে অনেক তরুণ প্রতিভার উত্থান ঘটেছে।’

অন্যদিকে, লিস্টারশায়ারের ক্রিকেট পরিচালক ক্লাউদে হেন্ডারসন বলছেন, মাসুদ একজন প্রমাণিত প্রতিভা, যে সাদা-লাল দুই বলেই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। মাঠ এবং মাঠের বাইরে তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা দলের জন্য অনেক মূল্যবান।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির
পরবর্তী নিবন্ধ‘সাইফের চেয়ে ইব্রাহিম ভালো অভিনেতা’