পপুলার২৪নিউজ ডেস্ক:
শুধু আজ বা আগামীকাল নয়, পাকিস্তানের মানুষ বহু বছর এই দিনটার কথা মনে রাখবেন। ’ ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। জয়ের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তার আশা, এবার হয়তো সব দল পাকিস্তানে খেলতে যাবে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সরফরাজ বলেন, সব কৃতিত্ব ছেলেদের প্রাপ্য। ওরা আজ দারুণ খেলেছে। সবাই উজ্জীবিত ছিল। পাকিস্তান ক্রিকেটে এই জয় বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখানে এসেছিলাম অষ্টম দল হিসেবে। সেখান থেকে টুর্নামেন্ট জিতলাম। এই জয়ের অনুভূতি প্রকাশ করতে পারব না। পাকিস্তানের মানুষকে এই জয় উৎসর্গ করছি। আশা করি এবার সব দল পাকিস্তানে খেলতে যাবে।
সরফরাজের মতে, পাকিস্তান সুপার লিগের ফলে তাদের উপকার হয়েছে। হাসান আলি, ফকর জামানের মতো ক্রিকেটাররা এই প্রথম পাকিস্তানের হয়ে খেললেন। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। হাফিজ, আমিরের মতো সিনিয়ররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তার ফলেই দীর্ঘদিন নিজেদের দেশে খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও এই জয় পেল পাকিস্তান।