নিজস্ব প্রতিবেদক:
নারী উদ্যোক্তারা জয়িতা, অঙ্গনা, চারুলতা ও সোনারতরী ব্র্যান্ডে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন। আরও ৮০টি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে এবং দেশের সব জেলায় এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ই-জয়িতা, আনন্দমেলা ও লাল সবুজ অনলাইন প্লাটফর্মেও নারী উদ্যোক্তারা পণ্য বিক্রি করছেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শহরের আধুনিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিববর্ষে নির্মাণ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’। ফলে গ্রামের মানুষের আয় বৃদ্ধি পাবে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে।’
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষের অনুষ্ঠানে ভার্চুয়ালি সব জেলা প্রশাসক ও অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করতে হবে।’
প্রতিমন্ত্রী ঢাকা জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেত্রীদের হাতে অনুদানের চেক তুলে দেন। জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার অনুদানের চেক সমিতির সদস্যদের কাছে হস্তান্তর করেন।