সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে হাজার কোটি টাকা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের শেয়ারবাজার বিদায়ী সপ্তাহে উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে । সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহ ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন বেড়েছে হাজার কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৭৪ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ১৫ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ২০ টাকা বা ৩৫ দশমিক ২৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৭৯ কোটি ০৪ লাখ ১৪ হাজার ৬৫৪ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ১৩৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ ৮০ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ২০৩ কোটি ৬ লাখ ৬৭ হাজার ২০৪ টাকা। ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১১১টির দর বেড়েছে, দর কমেছে ২১৩টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির মোট ৪৪১ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড পাওয়ারের ২১৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ সামিট পাওয়ারের ১৯০ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ড্রাগন সোয়েটারের ১২৬ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকার, একটিভ ফাইনের ১২৩ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার, বিবিএস কেবলসের ১১৯ কোটি ৬০ লাখ ৬৬ হাজার টাকার, অলিম্পিকের ১১৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার, সিঙ্গারের ৯৯ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকার, ইফাদ অটোসের ৯৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার এবং কনফিডেন্স সিমেন্টের ৭১ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৯৩০ টাকা। আর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৬৯ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫৬৮ টাকা। এ হিসাবে বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ৫ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৩৬২ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচক বেড়েছে। সপ্তাহটিতে সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২৪৫ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ, সিএসসিএক্স ৭৪ পয়েন্ট বা ০.৭২ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ এবং সিএসআই ১৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯, ১০ হাজার ১৬৪, ১ হাজার ২৩২ ও ১ হাজার ১২৮ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ১৫৯ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৫৩৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৩১২ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২৮৪ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৭৩ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধচালের দাম কমলেও শিম ও কাঁচামরিচ ১০০ টাকা উপরে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন