সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলীয় প্রস্তুতি চলছে। নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত হতে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন জঙ্গি সংগঠন গড়েছিল তারা
পরবর্তী নিবন্ধপশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস