পপুলার২৪নিউজ,জামালপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারি উপজেলার হতদরিদ্র রেবি খাতুন অন্যের জমিতে ঘর তোলার জন্য ৩৫ হাজার টাকায় নিজ সন্তানকে বিক্রি করেন। এ খবর কালের কণ্ঠে প্রকাশিত হলে গত ২ সেপ্টেম্বর জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রথমে দেওয়ানগঞ্জ ও পরে কুড়িগ্রামের রৌমারি গিয়ে সন্তানটিকে উদ্ধার করে মা রেবি খাতুনের কোলে ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন তিনি ভূমিহীন ও গৃহহীন রেবি খাতুনকে একখণ্ড জমি ক্রয় করে তাকে ঘর তুলে দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন।
এ ছাড়া গত ডিসেম্বরে জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান সেই হতদরিদ্র মা রেবি খাতুনের হাতে ছয় শতাংশ জমির দলিল হস্তান্তর করেন। জমিটি রৌমারিতে রেবি খাতুনের বাসস্থানের কাছেই অবস্থিত। জমিটি কেনার জন্য এক লাখ টাকা জুগিয়েছিলেন বকশিগঞ্জ উপজেলার জনৈক মহানুভব ব্যক্তি। ইতিমধ্যে ৩০ হাজার টাকার মাটি ভরাট করে জায়গাটি উঁচু করা হয়েছে। জমির দলিল হস্তান্তরকালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেই জমিতে রেবি খাতুনকে ঘর করে দেওয়ার জন্য ৮০ হাজার টাকা প্রদান করলেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। রেবি খাতুনকে ঘর নির্মাণ করে দেওয়ার কাজটি বাস্তবায়ন করবেন দেওয়ানগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।