সদরঘাটে যাত্রীদের বাড়তি চাপ নেই

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারে ঈদের দুইদিন আগে রাজধানীর সদরঘাটে বাড়তি ভিড় দেখা যায়। তবে এবার অন্যবারের মতো যাত্রীর চাপ দেখা যায়নি সদরঘাটে।

ঢাকার সদরঘাট থেকে নারায়ণগঞ্জ ও চাঁদপুর এবং বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়। তবে এখনো ভিড় দেখা না গেলেও লঞ্চকর্মীরা মনে করছেন, বিকালে অফিস ছুটির পর চাপ বাড়তে পারে।

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) এ বি এস মাহমুদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৬টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়। বুধবার সারাদিনে ছেড়ে গিয়েছিল ১২২টি লঞ্চ।

চাঁদপুরের লঞ্চগুলোর জন্য লালকুঠি ঘাট; বরিশাল, ভোলা, বরগুনা ও পিরোজপুরের লঞ্চের জন্য প্রধান টার্মিনাল এবং পটুয়াখালীর লঞ্চগুলোর ওয়াইজঘাট টার্মিনালে পন্টুন নির্ধারণ করে দেওয়া আছে।

ঈদ উপলক্ষে সোমবার থেকে বিশেষ সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিসি।

পূর্ববর্তী নিবন্ধসচিবালয়ে ছুটির আমেজ
পরবর্তী নিবন্ধইয়েমেনে সৌদি জোটের অভিযান অব্যাহত, নিহত ২৬