সত্য ঘটনা নিয়ে ওয়েব সিনেমা ‘সাইকো লাভার’

পপুলার২৪নিউজ ডেস্ক:
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘সাইকো লাভার’। এটি পরিচালনা করেছেন সবুজ খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে এর শুটিং পর্ব।

ওয়েব সিনেমাটিতে অভিনয় করেছেন- জয় চৌধুরী, আফফান মিতুল ও অরিন। ঢাকাসহ বেশকিছু লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয়। আর শুটিং শেষ হয়েছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। এটি মুক্তি দেওয়া হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

বিষয়টি নিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটিই আমার প্রথম কাজ। মূলত ছোট ভাই আফফান মিতুলের অনুরোধে কাজটি করেছি। আর গল্পটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাই বেশ ভালো লেগেছে।

গল্প প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুত্বের মধ্যে কেউ কেউ সাইকো থাকলে তখন একটি দুর্ঘটনায় কতগুলো জীবন নষ্ট হয় তাই এতে দেখা যাবে। আর ছেলে মেয়ে আসলে কখনো বন্ধু হয় না, ভালো লাগা বা ভালোবাসার টান থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না। আসা করি বর্তমান যুগের বন্ধুদের ‘সাইকো লাভার’ থেকে কিছু শেখার আছে।

অক্টোবরে ওয়েব সিনেমা ‘সাইকো লাভার’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যা করেছেন জাপানিজ অভিনেত্রী আশিনা
পরবর্তী নিবন্ধসৌদি ‘সঠিক সময়ে’ ইসরাইলকে স্বীকৃতি দেবে: প্রত্যাশা ট্রাম্প