সড়ক আইন বাস্তবায়নে বাড়াবাড়ি না করার নির্দেশ ওবায়দুল কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এ আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা যেন হয়রানি কিংবা বাড়াবাড়ি না করে, সে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকার চায় সবাই আইন মেনে চলুক। নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে। আইন মেনে চলতে এবং ধর্মঘটের মতো কর্মসূচি না দেয়ার অনুরোধ। নিরাপদ সড়ক নিশ্চিতে আইন প্রয়োগে শিক্ষার্থী-পথচারীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতাও চান তিনি।

মন্ত্রী বলেন, গতকাল থেকে মাঠ পর্যায়ে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আইনটি সহনীয়ভাবে মানার নির্দেশনা রয়েছে। আইনটি কার্যকরে মোবাইল কোর্টের সহায়তা নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএলডিপির নতুন অংশের নেতৃত্বে আব্বাসী-সেলিম
পরবর্তী নিবন্ধআবরার হত্যা: ২৫ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ