সঙ্গীর অভাবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন না পেরেরা

ভারতের মারাত্মক বোলিংয়ের বিপক্ষে দারুণ ব্যাটিং করছিলেন দিলরুয়ান পেরেরা। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তার আগে ৮৩ রান করে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পেরেরা আউট হলেন না; তবে সঙ্গীর অভাবে অপরাজিত ৯২ রান করেই মাঠ ছাড়তে হলো তাকে। ভারতের প্রথম ইনিংসে করা ৬০০ রানের জবাবে মাত্র ২৯১ রানে অলআউট হলো স্বাগতিকরা। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

গল টেস্ট ৫ উইকেটে ১৫৪ রানে দ্বিতীয় দিন শেষ করে লঙ্কানরা। করুনারত্নে ২, থারাঙ্গা ৬৪, গুনাথিলাকা ১৬, কুশাল মেন্ডিস ০ ও উইকেটকিপার ডিকাভিলা ৮ রানে আউট হন। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৪ ও দিলরুয়ান পেরেরা ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচের তৃতীয় দিনে দুজন মিলে ৬২ রানের জুটি উপহার দেন। ১৩০ বলে ১১ চার এবং ১ ছক্কায় ৮৩ রান করে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিবলে কোহলির তালুবন্দী হন ম্যাথুজ। লঙ্কান শিবিরে তখন ঘোর বিপদ।

এমন সময় নুয়ান প্রদীপকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন দিলরুয়ান পেরেরা। তবে সঙ্গী পাননি। ১৩২ বলে ১০ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারিতে ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। এবারও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হলো না তার। ১৮ টেস্ট খেলা পেরেরার টেস্টে সেরা ইনিংস ৯৫ রানের। ঘূর্ণিবলে সর্বাধিক ৩ উইকটে দখল করেন রবীন্দ্র জাদেজা। আর পেসার মোহাম্মদ শামি নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ইতিমধ্যেই আগের ইনিংসে ১৯০ রান করা শিখর ধাওয়ানকে হারিয়েছে। ধাওয়ান আজ মাত্র ১৪ রান করে দিলরুয়ান পেরেরার শিকার হয়েছেন। উইকেটে ১২ রান নিয়ে আছেন অভিনব মুকুন্দ আর ১০ রান নিয়ে ব্যাট করছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা। ভারতের লিড এখন পর্যন্ত ৩৫০ রানের।

পূর্ববর্তী নিবন্ধ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন ম্যাশ
পরবর্তী নিবন্ধসাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আর নেই