সকলের সচেতনতায় পরিচ্ছন্ন ফেনী শহর গড়ে উঠবে: ওয়াহিদুজজামান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির উদ্যোগে বুধবার (২৯ আগস্ট) সকালে ফেনী শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শহরের খেজুর চত্তর থেকে কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। পরে সচেতনতামূলক র‌্যালী, লিফলেট বিতরণ ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিভিন্ন স্থানে অতিথিবৃন্দ ঝাড়– হাতে নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নেন এবং মহিপাল গিয়ে কর্মসূচী শেষ হয়।

কমিউনিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক এম.এইচ জাহাঙ্গীর ও সাংবাদিক শাহজালাল ভূঞার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনী চেম্বারের পরিচালক গিয়াস উদ্দিন বুলবুল।
সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী হকসাব এর সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির উপদেষ্টা ফেনী জজ কোর্টের এডভোকেট এম. শাহজাহান সাজু, ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম খন্দকার, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, জুয়েলারী সমিতি ফেনী শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম রুবেল, রোটারী ক্লাব পদ্মা জোনের ডেপুটি গর্ভনর জালাল উদ্দিন বাবলু, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহাম্মদ তিতু, সহ-সভাপতি শেখ আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ ফারুক আহমদ ভূঞা, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন লিটন, কমিউনিটির সদস্য অলি আহাম্মদ চৌধুরী, মনছুর আহমদ, আবদুল কুদ্দুস তালুকদার, নুরুল ইসলাম, ইমাম উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় পরিচ্ছন্নতা অভিযানে একাতœতা পোষণ করেন ফেনী পৌরসভা, শহর ব্যবসায়ী সমিতি, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, জেলা জুয়েলারী সমিতি, রোটারী ক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতি, রেড ক্রিসেন্ট, হলি ক্রিসেন্ট স্কুল, স্টার লাইন গ্রুপ, রোভার স্কাউট-গালর্স গাইড, বিডি ক্লিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন ফেনী শহর গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সচেতনতায় পরিচ্ছন্ন ফেনী শহর গড়ে উঠবে। আর এই পরিচ্ছন্নতা অভিযান সবসময় অব্যাহত রাখতে হবে। যেসব স্থান ও এলাকা সর্বোচ্চ পরিস্কার থাকবে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পুর¯ৃ‹ত করা হবে। আর যততত্র ময়লা-আবর্জনা যারা ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় অডিট কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইউসিটিসি এর নতুন ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুছ