সংস্কৃতি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, সংস্কৃতি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। যথাযথ চর্চার মধ্য দিয়েই নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

বৃধবার (২৩ মার্চ) সকালে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী তিনি এ কথা বলেন।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।

পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৫৫ রান
পরবর্তী নিবন্ধচারুপাঠ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ