সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে : সেতুমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়নে সব রকম ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পাঁচ দিনব্যাপী ঈদ আনন্দ উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি আরো বলেন, সরকার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এ ছাড়াও সেতুমন্ত্রী ফাউন্ডেশনের পুষ্পিত বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শহীদ শেখ রাসেল ভাস্কর্য ও জামদানিপল্লী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী আনিসা, রুমা গোপ, ছোট খালেক দেওয়ান, ওস্তাদ সোলাইমান, পীযুষ ইসলাম এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ।

পূর্ববর্তী নিবন্ধরাত পোহালেই বেকার ওয়ার্নার-স্মিথরা!
পরবর্তী নিবন্ধগুনীজন সম্মাননা পেলেন সাংবাদিক শওকত মাহমুদ