মেহের মামুন,মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা এসব চিঠি বিতরণ করা হয়। ইতিমধ্যে আওয়ামী লীগ সমর্থিত সবার নামে ইস্যু করা চিঠি দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ-০১ আসনে (মুকসুদপুর উপজেলার ও কাশিয়ানী উপজেলার একাংশ) কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অ:) ফারুক খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে একইদিন সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসী রানী দুর্গা, পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল মিয়া, কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক লুৎফর রহমান মোল্যা, যুবলীগ নেতা নাইমুল হাকীম জুম্মান, শ্রমীকলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান আরিফুর রহমান রানা । উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান, পৌর ছাত্রীগ সম্পাদক শিপন মোল্যা, কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনি। এর আগে মুকসুদপুরের সকল ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ও ভোট ব্যাংক হিসাবে পরিচিত। এ আসন থেকে বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে আসছে। ফলে অন্য দলের প্রার্থীদের জামানত বায়োজাপ্ত হয়ে যায়। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক মানেই নিশ্চিত জয়লাভ। কারন এখানকার মানুষের আশা-আকাংখা ও ভরসার প্রতীক নৌকা। এছাড়াও মুকসুদপুর উপজেলার আস্থার প্রতিদান একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অ:) ফারুক খান দিয়েছেন। এ উপজেলার সকল জনগনের আশা আকাঙ্খা পুরণ করে থাকেন তিনি। উপজেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।