পপুলার২৪নিউজ ডেস্ক:
দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
এই অধিবেশন আগামী ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই মেয়াদ ঠিক হয়।
বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ সময় হয়ে থাকে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল। সংসদের অন্যান্য অধিবেশন বিকালে বসলেও রোজার মাস হওয়ায় এ অধিবেশনের কার্যক্রম দিনের প্রথমভাগে শুরু হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৭ জুন অধিবেশন মুলতবি থাকবে। রোজায় প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে।