সংসদের সিদ্ধান্ত আদালত বা‌তিল করতে পারেন না:মেনন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সার্বভৌম সংসদের সিদ্ধান্তের পর আদালত এ ধরনের রায় দিতে পারেন না। এ ‌নিয়ে সংসদে ফের আলোচনা হবে বলে মন্তব্য করেছেন বেসাম‌রিক বিমান প‌রিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে যেভাবে ছিল, ষোড়শ সংশোধনী সেভাবেই ছিল।

আদালত এ ধরনের রায় দিতে পারেন না। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান মেনন। এর আগে সকালে বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন। এ রায়ের ফলে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী আর টিকল না। বিচারপতি অপসারণ সংসদের পরিবর্তে আগের পদ্ধতিতে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হবে।

 

পূর্ববর্তী নিবন্ধ৭২-এর ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন কীভাবে সংবিধান পরিপন্থী হয়:আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধষোড়শ সংশোধনী নিয়ে রায় জনগণের বিজয় : রিজভী