সংসদের আরও ২৫ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯১ জনে।

গতকাল মঙ্গবার ২৫ জন নতুন করে শনাক্ত হন। এখন পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলো। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮২ আনসার সদস্যও।

এর আগে, চলমান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে করোনাভাইরাসের কারণে ২৫ জন এমপিকে সংসদে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বাজেট অধিবেশনের কার্যদিবসও কমানো হয়।

বর্তমানে সংসদে চলছে বাজেট অধিবেশন। এ উপলক্ষে সেখানকার কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।

করোনা পজিটিভ হওয়া অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল।

সংসদের ৯১ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে সংসদে কর্মরত বাকিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধজুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি, হাটহাজারী মাদ্রাসায় শীর্ষপদে রদবদল
পরবর্তী নিবন্ধআপত্তিকর ওয়েব কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা : তথ্যমন্ত্রী