নিজস্ব প্রতিবেদক : সংলাপের নামে তামাশা করা হচ্ছে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী আজকে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপ ডাকাচ্ছেন। আল্টমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে, সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলন ঘটবে। তারা একটা তামাশা করে যাচ্ছে।’

সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সব কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বিএফইউজ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, ‘বাংলাদেশ থেকে অপজিশন কণ্ঠস্বরকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গায়ের জোরে বন্দি করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কিন্তু সেটাতে আর লাভ হবে না। দেশের মানুষ তো জেনে গেছে, আস্তে আস্তে বিশ্বের কাছে সরকারের বোরখা খুলতে শুরু করেছে।’

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনার সরকারের বোরখা খোলার আগে পদত্যাগ করুন। খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে সুচিকিৎসার সুযোগ দিন। রুহুল আমিন গাজীকে মুক্তি দিন। তা না হলে যখন সবকিছু উন্মোচন হয়ে যাবে, তখন পালিয়েও নিজের ভুল আর ঢাকতে পারবেন না।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে ও ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব নুরুল আমীন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সহ-সভাপতি শাহিন হাসনাত, বাছির জামাল, রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের কোষাধ্যক্ষ গাজী আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচোখের পাপড়ি ঘন ও কালো করার প্রাকৃতিক উপায়
পরবর্তী নিবন্ধকোনো ষড়যন্ত্রই উন্নয়ন-অগ্রযাত্রায় বাধা হতে পারবে না : শাহাব উদ্দিন