নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনী মাঠেই হবে ফাইন্যাল খেলা। নির্বাচনে না আসলে আগামীতে বাটি চালান দিয়েও বিএনপিকে খোঁজে পাওয়া যাবে না। রোববার বিকেলে ছাতক উপজেলা হাসপাতালের ৫০ শয্যায় উন্নীত নতুন ভবন ও দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন এবং দক্ষিণ খুরমা ইউনিয়নে ভারত সরকারের অর্থায়নে নির্মিতব্য কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে চেচান মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধণ শ্রিংলা, মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, স্বাস্থ্য সচিব গাজী মাজাহারুল ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুল হক, সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশলী ডাঃ ইসমাইল ফারুক, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান। বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিক, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্ম্মা। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস। যৌথভাবে সভা পরিচালনা করেন ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ।