সংবিধানের কোনো ধারা পুনঃস্থাপনের এখতিয়ার আদালতের নয়:অ্যাটর্নি জেনারেল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সংবিধানের কোনো ধারা আদালত পুনঃস্থাপন করতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশ করেছে আপিল বিভাগ।

এতে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ পুনঃস্থাপনের রায় দেয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, সংবিধানের কোনো ধারা আদালত অবৈধ ঘোষণা করতে পারে, কিন্তু পুনঃস্থাপন করতে পারে না। সেটির এখতিয়ার একমাত্র সংসদের হাতে রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধতারিক সালমন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব
পরবর্তী নিবন্ধফেসবুকে মরা ছাগলের খবর শেয়ার করে সাংবাদিক গ্রেপ্তার