সংগ্রামী সদস্যদের মাঝে ২য় বারে ত্রাণ বিতরণ করল গ্রামীন ব্যাংক

মেহের মামুন, (গোপালগঞ্জ )মুকসুদপুর প্রতিনিধি:
করোনাভাইরাসের কবলে অঘোষিত লকডাউনের কবলে পড়েছে সারা দেশ। দিন মজুর, অসহায় শ্রমিক, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুর্তে খাদ্য সংকটে ভুগছে। এসকল খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে মুকসুদপুর উপজেলায় ২য় বারের মত বিভিন্ন এলাকার সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে গ্রামীন ব্যাংক মুকসুদপুর ব্র্যাঞ্চ। ১২ এপ্রিল রবিবার সকালে উপজেলা সদরের ফরিদ মিয়া কমপ্লেক্সের ২য় তলায় গ্রামীন ব্যাংক মুকসুদপুর শাখায় এই ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ত্রাণ বিতরণ করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন। গ্রামীন ব্যাংকের প্যাকেটে ছিলো ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজী আলু, ১ কেজী লবন, ২টি সাবান, ২ কেজী পিয়াজ, ১লিটার সয়াবিন তেল ও নগদ ৩শ করে টাকা। গ্রামীন ব্যাংক মুকসুদপুরের শাখা ম্যানেজার সৈয়দ রিয়াদুল ইসলাম জানান গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্য নামের একটা গ্রুপ আছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। আমাদের পরবর্তী বাজেট আসলে অস্বচ্ছল সদস্য ও সাধারণ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধমুকসুদপুর আওয়ামী নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন জেলা আওয়ামী নেতা শেখ সিরু