ষোড়শ সংশোধনীর রিভিউয়ে বিদেশি আইনজীবী চেয়ে বার কাউন্সিলে আবেদন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানিতে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছে বাদীপক্ষ।

সোমবার এ আবেদন করেন হাইকোর্টে সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী এখলাছ উদ্দীন ভূঁইয়া।

বার কাউন্সিলে করা ওই আবেদনে ভারতীয় সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর কথা বলা হয়েছে।

তারা হলেন- আগারওয়াল আমবুজ, আগারওয়াল অনামিকা গুপ্তা ও অধিমুলাম ভেঙকোটেরমান।

আবেদন পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ আগস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।

রায় ঘোষণার পর থেকে এ রায়ের বিরুদ্ধে সমালোচনা করে আসছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলেও জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্নফাঁসে জড়িত ছাত্রলীগ,মিথ্যাচার করেছেন শিক্ষামন্ত্রী: রিজভী
পরবর্তী নিবন্ধভোটে কারচুপির কোনো সুযোগ নেই : এরশাদ