নিজস্ব প্রতিবেদক:
ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি ও বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০-১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ১৪ জানুয়ারি।