পপুলার২৪নিউজ ডেস্ক:
তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মুশফিকুর রহিমের দল।
তিন ঘণ্টা ভ্রমন শেষে টাইগারদের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা। সফরের শুরুতে ২-৩ মার্চ মোরাতোয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭-১১ মার্চ গলে প্রথম টেস্ট ও ১৫-১৯ মার্চ পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
এই সফরেই দ্বিতীয় টেস্টটি হবে বাংলাদেশের শততম টেস্ট। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার সঙ্গে লড়ে ড্র করেছিল বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। আশরাফুল ১৯০ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি করেছিলেন নাসির হোসেনও।