শ্রীলংকায় আক্রান্ত মুসলমানরা, সহিংসতা বন্ধে ক্রিকেটার সাঙ্গাকারার টুইট

পপুলার২৪নিউজ ডেস্ক :

শ্রীলংকায় সংখ্যালঘু মুসলমানদের ওপর সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার ঘটনায় সরব হয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

এক টুইটবার্তায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে সাঙ্গাকারা লিখেছেন- শ্রীলংকায় জাতিগত বা ধর্মীয় অবস্থানের কারণে কোনো মানুষ হামলা বা হুমকির শিকার হতে পারে না। সেখানে বর্ণবিদ্বেষ বা সহিংসতার কোনো স্থান নেই। সবাইকে জোরালোভাবে একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মধ্যাঞ্চলীয় ক্যান্ডি শহরে সপ্তাহখানেক আগে এক বৌদ্ধ তরুণের মৃতদেহ পাওয়া যায়। এর পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ছাড়া আমপারে শহরেও মুসলিম মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালানো হয়।

সংখ্যাগুরু বৌদ্ধ সিংহলিরা মুসলমানদের মালিকানাধীন দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে থাকলে সোমবার কারফিউ জারি করে সরকার।

তবে কিছু সময়ের জন্য কারফিউ তুলে নেয়ার পর মুসলমানদের মসজিদ, বাড়িঘর, দোকান এবং গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। ২৪ বছর বয়সী এক মুসলিম তরুণের মৃতদেহ পাওয়া যায়। এর পর ফের কারফিউ জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও মুসলমানরা আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজাফর ইকবালের ওপর হামলা : ১০ দিনের রিমান্ডে ফয়জুল
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের নারী দিবস উদযাপন