শ্রীলংকান রেসিপি:নারকেল দুধের মাটন কারি

পপুলার২৪নিউজ ডেস্ক:
আমাদের দেশে খাসির মাংস সাধারণত রেজালা বা বিরিয়ানি হিসাবেই খাওয়া হয়। উৎসব অনুষ্ঠানে কাবাব, টিকিয়া, কোরমা বা অন্য কোনভাবেও খাওয়া হয়। কিন্তু খাসির মাংসের আরেকটি মজাদার আইটেম হতে পারে নারকেল দুধের মাটন কারি। এটি শ্রীলংকায় বেশ জনপ্রিয়। তবে শ্রীলংকার খাবারের সাথে আমাদের দেশী খাবারের স্বাদে অনেকটা মিল থাকায় এ খাবারটিও অনেকের খুবই ভালো লাগে।

যা যা লাগবে

খাসির মাংস- ১ কেজি
তেল – ১/২ কাপ
পিঁয়াজ বাটা- ১/২ কাপ
বেরেস্তা-১/২ কাপ
কাঁচা মরিচ কুচি – ৪/৫ টি
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
জিরা বাটা – ১ চা চামচ
এলাচ – ৩/৪ টি
দারচিনি – ৩/৪ টি
নারকেলের দুধ – ১ কাপ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়ো – ১ চা চামচ
লেবুর রস- সামান্য
ক্রিম- স্বাদ অনুযায়ী (ঐচ্ছিক)

যেভাবে বানাবেন

১. মাংসের টুকরোগুলো লবণ মাখিয়ে হালকা সোনালি করে ভেজে নিন।
কড়াইতে তেল গরম করে দারচিনি ও এলাচের ফোঁড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ ও আদা রসুন দিয়ে একটু ভেজে নিন। পেঁয়াজ বেরেস্তা দিন। তার মধ্যে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
২. মসলা কষানো হলে অল্প পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে ভাজা মাংস দিয়ে, সামান্য পানি দিয়ে অল্প আাঁচে রেখে দিতে হবে।
৩. গ্রেভি ফুটে ঘন হয়ে এলে সামান্য নেড়ে নামিয়ে নিতে হবে। চাইলে একদম মাখা মাখাও খেতে পারেন।
৪. এই পর্যায়ে চাইলে নানান রকম সবজি যোগ করতে পারেন। যেমন তেলে ভাজা আলু, গাজর, বিন।
৫. এরপর লেবুর রস ছিটিয়ে ও ক্রিম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধডি ককে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১৮